মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সীমান্তে ৪৭ বিজিবি অভিযান চালিয়ে অস্ত্র মাদকসহ এক যুবককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে জেলার দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২ এস হতে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে দক্ষিণ খারিজাথাক গ্রামে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময়ে সুমন ঢালি (৩৫) নামের এক যুবককে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৯৫ গ্রাম হেরোইনসহ আটক করে। সে ওই গ্রামের মৃত হাকিম ঢালির ছেলে। তাকে অস্ত্র ও মাদকসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।