কুষ্টিয়া কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্ৰামে মাসুদ রানার বাড়িতে এমন ঘটনা ঘটেছে। এতে করে পরিবারের লোকজনের চালাচলের রাস্তা, নলকূপের পানি ও বাথরুমে যাওয়া আসার পথ বন্ধ হয়ে গেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটিয়েছে তার প্রতিপক্ষের লোকজন এমনটি জানান, আব্দুল মাজেদের ছেলে মাসুদ রানা।
কুমারখালীতে বাড়ির মাঝ বরাবর বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করলো প্রতিপক্ষের লোকজন
ঘটনা স্থানে গিয়ে জানা যায়, একই গ্রাম মৃত পুকারে শেখের ছেলে মোঃ মতি (৪৫) মোঃ লতিফ মেম্বার (৫০) ও মতিনের ছেলে মোঃ মস্ত (২৮) সহ আরো ৪/৫ জন মাসুদ রানার বাড়িতে (১ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় বাড়িতে ঢুকে হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে টিনের ঘরবাড়ি কুপিয়ে ও ভাংচুর করে। সেই সময় বসত ঘরের মাঝ বরাবর বাঁশের বেড়া দিয়ে তারা চলে যায়। এতে মাসুদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে মাসুদ রানা বলেন, মতি ও লতিফ মেম্বারের লোকজন, জোরপূর্বক আমার কেনা জমি তাদের বলে দখল করতে আসে। এই সময় আমার স্ত্রী ও মাকে বিভিন্ন প্রকারের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে, বসত বাড়ির মাঝ বরাবর বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। এখন আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছি। পানির কল ও বাথরুমে যাওয়া পথ বন্ধ করে দিছে তারা। আমি এর সঠিক বিচার চাই। এই বিষয়ে কুমারখালী থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
লতিফ মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি মাপার জন্য বারবার বলার পরেও মাসুদ জমি মাপতে আসেনি। এই কারণে আমাদের জমির উপর বাঁশের বেড়া দেওয়া হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।