কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” খ” সার্কেলের মাহবুবা জেসমিন রুমার দিক নির্দেশনায় এবং উপ পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন সঠিক তত্ত্বাবধায়নে বিভাগীয় টিমকে সাথে নিয়ে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যসহ নারী পুরুষ দুইজন কে আটক করা হয়েছে।
ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ২
আটকৃতরা হলেন কৈগাড়ি পাড়ার মোঃ লিটন আলীর স্ত্রী মোসাম্মৎ সাগরি খাতুন (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ২১ধারা মোতাবেক মোবাইল কোর্টে মামলা হয় মামলা নং ১০৬ মোছাম্মৎ সাগরি খাতুন কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও চার দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এজাহার ভুক্ত দ্বিতীয় আসামি কুচিয়ামোড়া ঈদগাহ পাড়া মোঃ আজম আলীর পুত্র বিপ্লব আলী(২৮) কে ২০১৮ সনের ৯/(১) (গ)২১ ধারা মোতাবেক মোবাইল কোর্টে মামলা হয় মামলা নং ১০৫ আসামি বিপ্লব আলীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আকাশ কুমার কুন্ডু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড তারিখ ০৫/০৯/২৩ ইংরেজি।
অভিযান শেষে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা এবং উপ পরিদর্শক মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মাদক মুক্ত বাংলাদেশ তাই আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।