বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের একমাত্র বি পি এড কোর্সের জন্য প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ ফিজিক্যাল ইনস্টিটিউটের কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা গ্রহন করে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে : ড: আলাউদ্দিন আহমেদ
বুধবার দুপুরে আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের হল রুমে বি পি এড এর কোর্স সমাপনী ২০২২ অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন আহমেদ ফিজিক্যাল ইনস্টিটিউটের সভাপতি স্বপন পাড়ই কালার সভাপতিত্বে কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আলাউদ্দিন নগরের রুপকার, দানবীর, শিক্ষানুরী আলহাজ্ব ড: আলাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দলালপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান খোকন, আলাউদ্দিন আহমেদ ফিজিক্যাল ইনস্টিটিউটের পরিচালক রেজাউল করিম রেজা, আলো নেটওয়ার্কের স্বত্বাধিকার ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল্লাহ তপন।
অনুষ্ঠানে আলাউদ্দিন আহমেদ বলেন, প্রতিটা মানুষকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর শিক্ষা গ্রহণের পর নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যেতে হবে। কাজ করে যেতে হবে দেশের জন্য, আর তবেই এই শিক্ষার স্বার্থকতা। সে সময় তিনি তার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাও শিক্ষার্থীদের মাঝে জানান।
উল্লেখ্য, ২০০০ সাল থেকেই কুমারখালীর আলাউদ্দিন নগরে আলাউদ্দিন আহমেদ ফিজিক্যাল ইনস্টিটিউটে বি পি এড কোর্স চালু হয়। প্রতিষ্ঠাকালীন থেকেই প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম রয়েছে দেশব্যাপী। ২২ তম ব্যাচের কোর্স সমাপনীতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন জেলার ৭১ জন শিক্ষার্থী।