মিরপুর প্রতিনিধি ॥ হালসা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে গতকাল শুক্রবার ১০ মে বিকেল ৪ ঘটিকায় সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এস এস সি ব্যাচ ২০১৭ বনাম রাবেয়া এন্টারপ্রাইজ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক হালসা শাখার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এসএসসি ২০১৭ ব্যাচ কে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন রাবেয়া এন্টারপ্রাইজ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক হালসা শাখা। সোনার বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রথম শ্রেণির ঠিকাদার জনাব আহম্মদ আলী র সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য সুরঞ্জন ঘোষ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন মুকুল সাইফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(ভারঃ) আলহাজ্ব মোশাররফ হোসেন মুসা, এইচ পি এগ্রো ফুড লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মনিরুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যাবসায়ী ও সোনার বাংলা ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাসুদুর রহমান মাসুদ, ইউপি কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, হালসা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সুমন চ্যটার্জী, সৌদি প্রবাসী ও সোনার বাংলা ফাউন্ডেশনের যুগ্ম নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন, বিশিষ্ট মোবাইল ব্যাবসায়ী ও সোনার বাংলা ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মোঃ জুয়েল রানা, প্রবাসী মোঃ সলেমান হোসেন। খেলা পরিচালনা করেন এস আই নজরুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন,সোহেল রানা লিটন মেম্বার,শাহজাহান সিদ্দিকী ও মোঃ লিমন হোসেন।