নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামের এক শিশু মারা গেছে। সে সদর উপজেলার বড়বাজার এলাকার অপু ইসলামের মেয়ে। গতকাল বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার আমলা ইউনিয়নের আমলা ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন আয়েশা তার মার সঙ্গে নানা শফিকুর রহমান খানের আমলাস্থ ওয়াবদা এলাকার বাড়িতে বেড়াতে আসে। সকালে নানা বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে ঘোষপাড়া পুকুরে ঝাঁপ দেয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান সানি তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবার সূত্রে জানায়ায় সে মানুষিক ভারসাম্যহীন ছিলো।

Leave a Comment