কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ২০২৩-২৪ অর্থবছরে ২০২৩-২৪/রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মুগ মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

১৭ অক্টোবর সকাল ১১ টায় কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বালিয়াপাড়ায় কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-০৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এসময় তিনি বলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে।  আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম।  স্বাধীনতার পর এই দেশটা ছিল একটি পোড়ামাটির ভূখণ্ড। পাকিস্তানের সৈনিকরা যখন পরাজয় বুঝতে পেরেছিল তখন দেশের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। কিছুই ছিল না থাকার মধ্যে ছিল আমাদের এই মানুষ আর এই জমি।  এছাড়া আর রাষ্ট্রীয় সম্পদ বলতে কিছু ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা দায়িত্ব নেয়ার পর তিনি কৃষি কাজকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিতএসময় তিনি আরো বলেন আগে কৃষককে বাঁচাও এই কৃষক আমার দেশের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দিবে। দেশের অর্থনীতির ৮৫ ভাগই ছিল কৃষিখাত সেই জন্য কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ওই সময়টিতে ২৫ বিঘা জমির খাজনা মাফ করে দিয়েছিলেন।  কৃষকরা খাজনা দেয়ার জন্য কষ্ট না পাই টাকা পাবে কোথায় যে পরিমান ফসল ফলায় সে সব ফসল খেতেই শেষ সংসারের খরচ করবে সেটাই হত না তখন। আবার জমির খাজনা দেবে কিভাবে তখন তো এখনকার মত তিন ফসল হতো না এক ফসল হত এক ফসলের উপর নির্ভরশীল হতে হত কৃষকদের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মতো কৃষকদের প্রতি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। কৃষকদের ফলন বৃদ্ধির জন্য উন্নত বীজ,সার ও কীটনাশক কৃষকদের  মাঝে দিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড.হায়াত মাহমুদ,  কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, বাংলাদেশ ছাত্রলীগ সহ-সভাপতি বরিকুল ইসলাম বাধন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা,গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্টু রহমান, উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন,বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির,বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম,উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যানের ঝন্টু রহমান,এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ  ও উপজেলার দশটি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment