খোকসায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৪

মিলন খোকসা ॥ যারা দুই একজন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে আলাং ফালাং করে বেড়াচ্ছেন, তাদের আমি সাবধান করে দিতে চাই‘ রাজনীতি করেন রাজনীতির নিয়মে, হুমকি ধামকি দিয়ে আপনারা রাজনীতি করবেন এত সস্তা না। আপনাদের পথে ঘাটে ঢুকলে দেওয়া হবে না। গতকাল বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিলজানি সংলগ্নে  বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠানে খোকসা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান একথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে আলাউদ্দিন খান বলেন, ‘এই সরকার আমাদের ভালবাসার সরকার, এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার ছাত্র-জনতার সরকার। এই সরকার জুলুমবাজদের বিরুদ্ধে দাঁড়াবে। হাসিনা নেই, তার দায়ের করা মামলা থাকবে কেন? হাসিনা নেই, কোর্ট-কাচারি তো এখন মুক্ত। এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে। যত দ্রুতসম্ভব উদ্যোগ নিয়ে এগুলো (মামলা) বাতিল করতে হবে। আর সালমান এফ রহমান বলেছেন এস আলম গ্রুপ , শেখ হাসিনার ঘাড়ে বসে পাঁচটি ব্যাংকের টাকা তারা লুটপাট করেছেন দেড় হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন ।

তার অর্ধেক টাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহেনা নিয়েছে তারা এই দেশটাকে ধংস করে গেছেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা এ, জেড, জি, রশিদ রেজা বাজু বলেন, আ.লীগের নেতাকর্মীরা বিএনপি’র ঘারে বসে সুযোগ নিতে আসবে তাদের কোন সুযোগ দেওয়া যাবে না। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তফা আজাদ, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাকিব মল্লিক, আরিফুল ইসলাম, হাসিম রেজা ,জাহাঙ্গীর আলম, আবু হেনা মোস্তফা, শোভন প্রমুখ।