ঢেউটিন পেল গোস্বামী দুর্গাপুর বামন গ্রামের আবুল কাশেম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঢেউটিন পেল গোস্বামী দুর্গাপুর বামন গ্রামের আবুল কাশেম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৯, ২০২৩
ঢেউটিন পেল গোস্বামী দুর্গাপুর বামন গ্রামের আবুল কাশেম

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বামন গ্রামের অসহায় আবুল কাশেম পেল ঢেউটিন। রবিবার (০৮ অক্টোবর) বেলা ১২টার দিকে নিজ অর্থায়নে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ঢেউটিন বিতরণ করেন।

ঢেউটিন পেল গোস্বামী দুর্গাপুর বামন গ্রামের আবুল কাশেম

ঢেউটিন পেল গোস্বামী দুর্গাপুর বামন গ্রামের আবুল কাশেম

ঢেউটিন পেল গোস্বামী দুর্গাপুর বামন গ্রামের আবুল কাশেম

জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বামন গ্রামের বাসিন্দা আবুল কাশেম। জরাজীর্ণ ঘরে পরিবারের সদস্য নিয়ে বসবাস তার। প্রাকৃতিক দুর্যোগে তার ঘর ভেঙে যায়। দুর্যোগের হাত থেকে পরিবারকে রক্ষা করতে একটি ঘর করার স্বপ্ন তার। দিন আনে দিন খায়। অল্প অল্প করে সঞ্চয় করে একটি ঘর করার সিদ্ধান্ত নেন। তবে টিন কেনার স্বামর্থ হারিয়ে ফেলেন তিনি। চক্ষু লজ্জায় মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে নাই।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তবে এবার তার অসহায়ত্বের কথা জানতে পারে ওই ইউনিয়ন চেয়ারম্যান এর প্রতিনিধি। বিষয়টি সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লাল্টু রহমানকে অবগত করলে তিনি খোজ নিয়ে জানতে পারেন অর্থের অভাবে ঢেউটিন কিনতে পারছে না। নিজ অর্থায়নে ঢেউটিন কিনে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি। কয়েকদিন অতিবাহিত হলে হঠাৎ ঢেউটিন নিয়ে চেয়ারম্যান লাল্টু রহমান হাজির হন ভুক্তভোগী আবুল কাশেম এর বাড়িতে। ঢেউটিন পেয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা খুশি হন। বিতরনকালে ঢেউটিন দেখতে ছুটে আসেন আশে পাশের লোকজন।

এসময় চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, মমতাময়ী মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এবং নিয়মিত প্রতিটি মানুষের খোজ খবর রাখছেন, এলাকার কোথায় কার কি সমস্যা সে বিষয়ে তদারকি করে চলেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। এলাকার উন্নয়ন পেতে আগামী নির্বাচনে দলমত নির্বশেষে হানিফ এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

আরও পড়ুন: