মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না – হানিফ এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না – হানিফ এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৩
মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না - হানিফ এমপি

১৬ ই এপ্রিল নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, মির্জা ফখরুল মিথ্যা কথা বলায় অনন্য এক রেকর্ড স্থাপন করেছে । এত পারদর্শী ভাবে মিথ্যাচার আর কেউ আর কোনদিন করেছে কিনা আমার সন্দেহ আছে । মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না । কারণ জাতি জানে বেগম খালেদা জিয়ার দূর্ণীতির মামলা, তারেক জিয়ার দূর্ণীতির মামলা এই সরকারের আমলে হয়নি ।

মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না – হানিফ এমপি

মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না - হানিফ এমপি

মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না – হানিফ এমপি

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের অত্যন্ত প্রীয় ব্যাক্তি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ব্যারিষ্টার মঈন উল ইসলামের নেতৃত্বে এই মামলা দেওয়া হয়েছিলো ।

মাহাবুব উল আলম হানিফ এমপি বলেন, আজ বেগম খালেদা জিয়া দূর্ণীতির মামলায় ও এতিমের টাকা আত্মসাৎ মামলায় নিজেকে র্নিদোষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় কারাদণ্ড হয়েছে, তখন তার সংকিত হয়েছে । কারণ তাদের বিরুদ্ধে ঐ সময় যে মামলা হয়েছে, ঐ মামলায় যে চার্জ হয়েছে, সেই চার্জে দেখা যায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে সত্য বলে প্রমানিত । আদালতে হেয়ারিং হলে তাদের বিরুদ্ধে এই মামলায় শাস্তি হতে পারে । সেই কারণেই তারা সংকিত হয়ে এই ধরনের নানা মিথ্যাচার করে বেড়াচ্ছে । জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি আরো বলেন, আমরা একটা কথা পরিস্কার ভাবে বলি, আইন সকলের জন্যই সমান । আইন তার নিজ গতিতেই চলবে । সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক রাষ্টপতির ছেলের জন্য কোন ভিন্ন আইন হতে পারে না । যে অপরাধ করেছে সে আইনের চোখে অপরাধী হিসাবেই বিবেচিত হবে ।

তারেক জিয়া কি ছিলো সেটা দেশবাসী জানে । হাওয়া ভবন বানিয়ে সেই সময় কমিশন বাণিজ্য করেছে, লুটপাট করেছে । হাওয়া ভবন বানিয়ে তারা কি করেছে, সেটা কি দেশবাসী ভূলে গেছে । সেটা তো খুব বেশী পূরানো কথা নয় । ২০০১ থেকে ২০০৬ এ তারেক জিয়ার যে অপকর্ম সেটা তো মানুষের মুখে মুখে ছিলো । আজকে মির্জা ফখরুল বিএপির নেত্রী এবং তারেক জিয়াকে সাধূ বা ফেরেস্তা বানানোর জন্য চেষ্টা করতেছে । এই মিথ্যাচার করে কোন লাভ হবে না ।

এক এগারো’র সময়ে আওয়ামীলীগের মামলা গুলো সব নিস্পত্তি কেন হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহাবুব উল আলম হানিফ বলেন, আওয়ামীলীগের সব মামলা নিস্পত্তি হয়েছে কোর্টে, ট্রায়ালের মাধ্যমে । আজকে বেগম খালেদা জিয়া বা তারেক জিয়ার মামলা দীর্ঘ সূত্রিতার কারনটা কি? কারণ হলো বিএনপি মামলা গুলো ট্রায়াল করতে চায় না । কারণ তারা জানে তারা দূর্ণীতি করেছে, এই কারনে তারা সঙ্কিত । খালেদা জিয়ার একটি মামলায় ৬২ বার তারা তারিখ পরিবর্তন করেছে । একটা মামলায় ৬২ বার যদি সময় দেয়, তাহলে সেই মামলায় ট্রায়াল করে দোষী না র্নিদোষ সেটা প্রমাণ করার সুযোগ কোথায় । যখনই বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার মামলার ট্রায়াল শুরু হচ্ছে তখনই তারা নানান ফন্দি ফিকির করে নানা কথা বার্তা বলছে ।

হানিফ এমপি আরো বলেন, তারেক রহমান কি রাজনীতিবিদ? তারেক রহমান কবে রাজনীতিবিদ ছিলো । আমরা বহুবার বলেছি তারেক রহমান কোন রাজনীতিবিদ ছিলো না । উনি সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক প্রাধানমন্ত্রীর ছেলে হিসাবে উনি ক্ষমতার দম্ভ দেখিয়ে ছিলেন । যখন বেগম খালেদা জিয়া প্রাধানমন্ত্রী ছিলেন, সেই সময় উনি হাওয়া ভবন বানিয়ে সরকারের মধ্যে সরকার গঠন করেছিলেন । প্রাধানমন্ত্রীর ক্ষমতা টাকে ব্যবহার করে উনি যত অপকর্ম করেছিলেন ।

আরও পড়ুন: