কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় বাড়ির মালিক নুর এ বুলবুল বাড়িতে ছিলেন না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও বোমা রাতেই মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে। এব্যাপারে বিএনপি নেতা বুলবুল জানান, অভিযানের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। কে বা কাহারা শত্রুতা বশত বাড়ীর ছাদের উপর পরিত্যাক্ত অবস্থায় অবৈধ অস্ত্র রেখে যেতে পারে। এঘটনার সাথে আমার বা আমার পরিবারের কোন সদস্য’র সম্পৃক্ততা নেই। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে মৃত মীর মাহমুদুল হকের বাড়ির সাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করে। পাশের গাছ বেয়ে ওই ছাদে ওঠা যায়। এটা কোন ষড়যন্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। উপরোক্ত এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।