মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনাল সংলগ্ন কুমারখালী উপজেলা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ খানকে আহবায়ক ও শেখ নাসিরকে সদস্য সচিব যুগ্ম আহবায়ক হারুন, লালন হোসেন, রাজিব জোয়াদ্দার, সজিব হোসেন, চয়ন এবং শাজাহান আলী, লিংকোন, আবুল রাশেদ, সাইফুল ইসলাম, আনিস, শাহারুম, অপূর্ব, সুমাইয়া, চান্নু শেখ, শামীম ও রীমা কে সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুমারখালী উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের কুষ্টিয়া জেলা সদস্য শেখ মোহাম্মদ নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শুভিন আক্তার।
আহবায়ক কমিটি ঘোষণা অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি আল-আমীন মিজান রশীদ, জেলা সদস্য মোঃ মিন্টু, আলম,চয়ন, খোকসা উপজেলা শাখার সদস্য সচিব এ,বি,এম রাসেল আহমেদ,যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামানসহ নব গঠিত কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
স্বাধীনতার স্বপক্ষের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সন্তানদের একি ছায়াতলে একত্রিত করে মহান স্বাধীনতার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের অধিকার আদায়ে কাজ করার লক্ষে সংগঠনটি ভিন্নমাত্রায় সারা দেশব্যাপী কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এছাড়াও স্বাধীনতা বিরোধী শক্তিকে এদেশ থেকে চিরতরে বিনাস করতে খুব শীগ্রই দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।