কুষ্টিয়া জেলা কৃষকদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া জেলা কৃষকদলের সদ্য ঘোষিত অযোগ্য ও মাদকাসক্ত আহ্বায়ক কমিটি বাতিল এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছে সাবেক নেতৃবৃন্দের একাংশ। সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা।

কুষ্টিয়া জেলা কৃষকদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া জেলা কৃষকদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়া জেলা কৃষকদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

এই ককর্মসূচিতে কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোকারম হোসেন মুকা, সাবেক যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, কুষ্টিয়া শহর কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এস আই স্বাধীন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন মুন্সী, ভেড়ামারা থানা কৃষকদলের সাবেক সভাপতি মধু মোল্লা, খোকসা থানা কৃষকদলের সাবেক সভাপতি ফজলুল রহমান সহ শতাধিক নেতাকর্মী অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বক্তরা অবিলম্বে সদ্য ঘোষিত জেলা কৃষকদলের কমিটি বাতিল করার দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। এসময় নেতৃবৃন্দ কিছু সময় জেলা বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রাখেন।

আরও পড়ুন:

Leave a Comment