কুষ্টিয়া কুমারখালীতে জামায়াতের ঢাকার সমাবেশ শেষে ফেরার পথে পাঁচজন জামায়াত নেতা কর্মীকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার পান্টি বাজার এলাকা থেকে তাঁদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমারখালীতে বিশেষ অভিযানে জামায়াতের পাঁচ নেতাকর্মী আটক
গ্রেফতারকৃতরা হলেন- মো. হাফিজ, মো. মিঠুন মন্ডল, মো. আনিসুর রহমান, মো. জিকু মন্ডল ও রেজাউল করিম। তাঁরা সক্রিয় জামায়াত কর্মী হিসেবে ঢাকায় সমাবেশে গিয়েছিল বলে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, হরতাল কে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযান চালানো হচ্ছে। বিশেষ অভিযানে পাঁচ জামায়াত কর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।