খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় শুটারগান, চাইনিজ কুড়াল, কার্তুজ সহ চারজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খোকসা উপজেলার কাদিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট গ্রামের নজরুল ইসলামের ছেলে তাসলিম শেখ (২৮), চরপাড়া এলাকার ইসলাম আলী শেখের ছেলে বিল্লাল শেখ (৪০), দেবীগনর গ্রামের মজনু শেখের ছেলে রোকন শেখ (২৬) এবং চরপাড়া গ্রামের মৃত তেছেম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪২)। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে- একটি দেশীয় তৈরী সচল ওয়ান শুটারগান। যাহা লোহার ব্যারেলসহ লম্বা ২৫ ইঞ্চি, বাট লম্ব অনুমান ১০ ইঞ্চি, ট্রেগার ও ফায়ারিং পিন সংযুক্ত। যাহা সম্পূর্ণটাই কালো রং করা। দুইটা লিডবল কার্তুজ।
একটি চাইনিজ কুড়াল। খোকসা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন কাদিরপুর গ্রামে জনৈক আনোয়ার আলীর (কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র) লিচু বাগানে ১১/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খোকসা চরপাড়া গ্রামের মৃত তেছেম আলী মন্ডলের ছেলে মো. সিরাজুল ইসলামকে (৪২) আটক করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে অস্ত্র সহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
