১৭ই জানুয়ারি কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেলে পরিদর্শক মাহবুবা জেসমিন রুমার নেতৃত্বে এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর উপস্থিতিতে ভোর পাঁচটা থেকে দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সর্বমোট ৯জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে হেরোইন সহ গ্রেপ্তার করেছেন দৌলতপুর থানাধীন ফিলিপনগর গ্রামে মৃত জব্বার প্রামাণিকের বাড়িতে অভিযান পরিচালনা করলে একটি সাদা রংয়ের প্লাস্টিকের কৌটার মধ্যে হেরোইন পাওয়া গেলে জব্বারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) কে ১৭ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করেন মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর( ১) সারনীয় ৮ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে উপপরিদর্শক মোঃ রাসেল কবির বাদী হয়ে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অন্যান্য আটজন আসামী হল জগশ্বর গ্রামের রেজা কাজীর ছেলে শরিফুল ইসলাম (২০), নাসিরের ছেলে নওশাদ আলী (৩০) বমনসুর সরদারের ছেলে রাসেল (৩৮), নব গঙ্গার ইসরাফিলের ছেলে হৃদয় আহমেদ (২৩), মৃত তফসেরের ছেলে তহিদুল শেখ (৩৫), মৃত শাজাহান শাহ’র ছেলে ইসমাইল (৩২), পরান খালি দরগাতলা পাড়ার শিহাবুলের ছেলে সাব্বির হোসেন (২২) এবং ভেড়ামারা হিড়িম দিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জুয়েল রানা (৩৫) সহ সকল আসামী কে জেল এবং জরিমানা প্রদান করেন আকাশ কুমার কুন্ডু বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা কুষ্টিয়া।
