দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৩
দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এ এস আই তারেক হাচান এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছে থেকে মাসিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ

এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, এ এস আই তারেক হাচান দৌলতপুর থানাধীন পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে যোগদানের পর থেকে খলিশাকুন্ডি ইউনিয়ন বেশ কিছু মাদক ব্যবসায়ী নিরাপদে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ এস আই তারেক হাচান বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা বিকাশের মাধ্যমে ও সরাসরি মাসোহারা নিয়ে আসছে। কোন সময় সে নিজে গিয়ে টাকা তোলে আবার কিছু কিছু সময় মাদক ব্যবসায়ীরা তারেকের বিকাশে টাকা পৌঁছায়ে দেয়। মাসোহারা দেওয়ার কারনে মাদক ব্যবসায়ীরা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। যেমন ক্যাম্প থেকে কোন পুলিশ মাদকের অভিযানে বের হলে আগে থেকে জানিয়ে দেন এ এস আই তারেক হাচান, অথবা অন্য কোন সংস্থা অভিযানে আসলেও তারেক জানতে পেলে জানিয়ে দেন মাদক ব্যবসায়ীদের।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ বিষয়ে এ এস আই তারেক বলেন, আমার নিজের নাম্বারে বিকাশ খোলা আছে কেউ হয়তো আমাকে ফাঁসাতে আমার নাম্বারে টাকা দিয়েছেন। এক বার না হয় ফাঁসাতে দিলো বার রার কি করে টাকা আসে এমন প্রশ্নের কোন সদউত্তর দিতে পারেন নাই এ এস আই তারেক । এ বিষয় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মেহেদী হাচান মুন্নু বলেন, এ বিষয়ে আমার কোন কিছু জানা নাই। তবে কেউ এই ধরনের কাজে জড়িত থাকলে সে দায়ভার তার নিজের।

আরও পড়ুন: