কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে যানবহন ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকা এবং হেলমেট ব্যবহার না করায় ১১ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে যদুবয়রা সেতু এলাকায় সড়ক ও পরিবহন আইনে যৌথ আদালত পরিচালনা করা হয়।

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় থানা পুলিশ আদালতকে সহযোগীতা করেন।

এতথ্য নিশ্চিত করে ইউএনও বিতান কুমার মন্ডল জানান, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ও সড়ক নিরাপদ রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবারের অভিযানে যানবহন ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকা এবং হেলমেট ব্যবহার না করায় ১১ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছর।
