কুষ্টিয়ায় ফ্রেন্ডস হেল্প লাইনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
কুষ্টিয়ায় অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মোমতাজুল উলুম মাদরাসার সামনের মাঠে দুই শতাধিক অসহায় দরিদ্রের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়ায় ফ্রেন্ডস হেল্প লাইনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
কুষ্টিয়া শহরের স্থানীয় তরুণদের নিয়ে গড়ে তোলা ফ্রেন্ডস হেল্প লাইন (এফএইচএল) নামক সংগঠনের সদস্যদের সংগৃহীত অর্থে কেনা ঈদ সামগ্রী দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
তরুণদের এ কর্মসূচীর উদ্বোধন করেন ফ্রেন্ডস হেল্প লাইন (এফএইচএল)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু মিরাজ রুদ্র।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি ও আটা। ফ্রেন্ডস হেল্প লাইন (এফএইচএল)’র সহ প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি জোবায়ের তানজীম স্নীগ্ধা, সেক্রেটারি শিমুল আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

