কুষ্টিয়ায় বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে “মঙ্গল শোভাযাত্রা”
পহেলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর। পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে, নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় বাংলা নববর্ষ।

কুষ্টিয়ায় বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে “মঙ্গল শোভাযাত্রা”
ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। সেই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এর আয়োজনে আজ শুক্রবার ১৪ এপ্রিল সকাল ৮টা ৩০মিনিটে পহেলা বৈশাখ উপলক্ষ্যে “মঙ্গল শোভাযাত্রা” করা হয়েছে।
এ “মঙ্গল শোভাযাত্রা” টি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্ত হয়।
“মঙ্গল শোভাযাত্রায়” উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। “মঙ্গল শোভাযাত্রা” শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
