ইবিতে ছাত্রী নির্যাতন: সাক্ষাৎকার শেষে যা বললেন অভিযুক্তরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে ছাত্রী নির্যাতন: সাক্ষাৎকার শেষে যা বললেন অভিযুক্তরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২৩
ইবিতে ছাত্রী নির্যাতন: সাক্ষাৎকার শেষে যা বললেন অভিযুক্তরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহকর্মীর সাক্ষাৎকার নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। প্রায় চার ঘন্টা সাক্ষাৎকার শেষে সোমবার বেলা সোয়া এক টায় তিনি বের হন।

ইবিতে ছাত্রী নির্যাতন: সাক্ষাৎকার শেষে যা বললেন অভিযুক্তরা

ইবিতে ছাত্রী নির্যাতন: সাক্ষাৎকার শেষে যা বললেন অভিযুক্তরা

ইবিতে ছাত্রী নির্যাতন: সাক্ষাৎকার শেষে যা বললেন অভিযুক্তরা

এদিকে বেলা দুইটায় আরেক অভিযুক্ত তাবাসসুম ইসলাম সাক্ষাৎকার দিয়ে বের বয়ে যান। এরপর তারা হল কমিটির কাছে সাক্ষাৎকার দিতে যান।

সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানজিদা চৌধুরী অন্তরা বলেন, আমার কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমার সাক্ষরিত চার পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। আমি আর কিছু বলতে চাচ্ছি না। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন।

হলে ভীতিকর পরিবেশ তৈরি করে রাখার অভিযোগের প্রশ্নের জবাবে বলেন, তদন্তে রিপোর্ট যা আসবে, সেটাতো সত্যিটাই আসবে। স্যার ম্যাডামদের তো ভরসা করেই কমিটিতে দেওয়া হয়েছে। তারা তদন্তে যা দিবে সেখান থেকেই আপনারা সত্যটা জেনে নিতে পারবেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পূর্বে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়েও দলে কিভাবে পদ পেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কমিটিতে আসা না আসা সেটা তো আমার মন্তব্য করার বিষয় না। আপনারা বড়দের সাথে কথা বলতে পারেন। এছাড়া ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাওয়া হলে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে প্রশ্নের জবাবে তাবাসসুম ইসলাম বলেন, আমি যা বলার তদন্ত কমিটির কাছে বলেছি। আপনাদের কোনো কিছু বলবো না।

সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, তদন্তে কি পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। কারণ তদন্ত কমিটির কাজ সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য এটি বাইরে প্রকাশ করার বিধান নেই। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কে অভিযুক্ত এটা এখন বলতে পারবো না।

তিনি আরো বলেন, সিসি টিভির জন্য হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। অভিযোগের সত্যতা বিষয়ে এখন আমরা বলতে পারবো না। বিকেলের দিকে সরেজমিন পরিদর্শন করবো। তদন্ত স্বার্থে বেশি কিছু বলতে পারছি না।

এর আগে ১০টায় সাক্ষাৎকার গ্রহণের কথা থাকলেও সকাল সাড়ে ৯ টায় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.রেবা মন্ডল, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম, সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খান।

আরও পড়ুন: