নৌকার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে এনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : সদর উদ্দিন খান
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেছেন, আজ বৃষ্টি উপেক্ষা করে শতশত নেতাকর্মিদের উপস্থিতির ঢলই বলে দেয় আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত। আওয়ামীলীগ মাটি ও মানুষের দল। আওয়ামীলীগের নেতাকর্মিদের কোন মতেই দমানো যাবে না।

নৌকার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে এনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : সদর উদ্দিন খান
জামাত-বিএপির সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে আওয়ামীলীগের নেতাকর্মিরা। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে। আর এই ষড়যন্ত্র বাংলার মাটি ও মানুষের দল আওয়ামীলীগকে ঘিরে। আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যেই বারবার হামলা চালানো হয়েছে।
৭৫ সালের ১৫ আগস্ট থেকে ২০০৪ সালের ২১শে অগাস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় ঐ হামলার মাধ্যমে আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে। খালেদা জিয়া বলেছিল, ৫০ বছরেও আওয়ামীলীগ আর ক্ষমতায় আসবে না। আর এ কথার প্রতিফলন ঘটাতেই খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া ২১আগস্ট পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। যারা খুন করেন, তারা খুণের শিকার হন। বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। আর সেই খুনি জিয়াউর রহমানের লাশ পাওয়া যায় নাই। ইতিহাসে যতদিন মীরজাফরের কথা থাকবে, জাতি ততদিন মীরজাফরের কথা মনে রাখবে। মনে রাখবে খুনি মোস্তাকের ইতিহাস।
একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা দন্ডপ্রাপ্ত হয়েছেন তারা এই দুনিয়ায় জেলের বাইরে আসতে পারবে না। দেলোয়ার হোসেন সাঈদী যেমন নিরাপদ অবস্থায় চলে গেছেন খালেদা জিয়াও নিরাপদে চলে যাবে। সদর উদ্দিন খান দলের নেতার কর্মিদের উদ্দেশ্যে বলেন, আদর্শিক রাজনীতি করতে হবে। আর আদর্শিক থাকতে হবে। ২০০৬ সালে আন্দোলন সংগ্রাম শুরু হলে তখন আমরা জেলে থেকে জেলের খানা খেয়েছি। আপনারা এখন সামনে আগাও, পিছে হটো এই নীতি নিয়ে চলছেন। কোন অবস্থাতেই কাউকে ল্যাং মারার চেষ্টা করবেন না। না পারলে নিজেই পড়ে যাবেন। জামাত-বিএনপির সামনে নির্বাচনে আসার ক্ষমতা নাই। আগামীতে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে এ নিয়ে নিশ্চিত থাকবেন। সকলকে একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে এনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার বিকেল ৫টার সময় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শরিফুল ইসলাম। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকাশ রেজার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহিদ হোসেন জাফর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানসহ খোকসা এবং কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ।
