মিরপুরে সাংবাদিকের অফিসে চুরি
কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক আনোয়ার হোসেন নিশির অফিসে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।শুক্রবার (৩১ মার্চ) ভোর রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক সংলগ্ন যুগিপোল এলাকায় তার ব্যক্তিগত অফিসে এই চুরির ঘটনা ঘটে।

মিরপুরে সাংবাদিকের অফিসে চুরি
এ ঘটনার চোরচক্র তার নিউজের কাজে ব্যবহার করা মনিটর সহ কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
সাংবাদিক আনোয়ার নিশি মিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় মিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।সাংবাদিকতার কাজের সুবিধার জন্য মিরপুর পৌরসভার যুগিপোল এলাকায় একটি অফিস ভাড়া নিয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি মালিক তন্ময় ঐ অফিসের মেইন গেটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে সাংবাদিক আনোয়ার নিশিকে মোবাইলে খবর জানান।পরে আনোয়ার নিশি তার অফিসে ঢুকে এসে দেখতে পান যে,তার ব্যবহৃত কম্পিউটার সেট,ল্যাপটপ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নির্ধারিত স্থানে নেই।ঘরের মধ্যে সবকিছু ভেঙ্গে তছনছ করে সাংবাদিকতার প্রয়োজনে ব্যবহার করা সকল সামগ্রীই চোরে নিয়ে গেছে।

এঘটনায় তিনি মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান,চুরির ঘটনায় আমার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।তদন্ত করার জন্য পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।তাই এ ব্যাপারে সঠিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
