মিরপুরে মসজিদের টাকা ভাগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শার বাঁশবাড়ীয়ায় মসজিদের টাকা ভাগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ দুই পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

মিরপুরে মসজিদের টাকা ভাগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
স্থানীয়রা জানান, মসজিদের টাকা ভাগ করা কে কেন্দ্র করে ওই ইউনিয়নের সাবেক মেম্বর লিটন এর সাথে স্থানীয় স্কল শিক্ষক নুরুল ইসলামের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সংঘর্ষে নুরুল ইসলাম, হামিদা খাতুন( ৬৫)আল আমিন (৩০), মাহাতাব, মোজাম ( ৩২) আহত হলে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
