মিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫

মারফত আফ্রিদী, মিরপুর : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে সুলতানপুর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল রোববার দুপুরে (৩০ নভেম্বর) এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়। স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধসহ অন্যান্য প্রাণিজ আমিষ জাতীয় খাবার বিতরণ করা হয়, যা শিশুদের পুষ্টি চাহিদা পূরণে এবং সুস্থ বিকাশে সহায়তা করবে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম দেশের অর্থনৈতিক উন্নতি এবং শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে উন্নত জাতের প্রাণিসম্পদ পালন ও প্রাণিজ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শিশুদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশে প্রোটিন ও ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে আমরা সেই পুষ্টির বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে চাই।” বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ জুলেখা খাতুন। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।