কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২২, ২০২৩
কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহতের ঘটনা ঘটেছে। শনিবার অনুমানিক রাত ১০ টা সময়। উপজেলার নন্দলালপুর ইউনিয়নে চড়াই খোল কিলিক মোড় গ্ৰামে এঘটনা ঘটে।

কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

নিহত ব্যক্তির নাম মোঃ ফজব শেখ (৪৮)। তিনি চড়াই খোল গ্রামের মো.নয়না শেখের ছেলে ও পেশায় একজন ভ্যান চালক।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে ফজব বাড়ি থেকে বের হয়ে চড়াই খোল কিলিক মোড়ে চা খাওয়া জন্য আসে। সেই সময় একটি মোটরসাইকেলে সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যায়। সেই সময় আশপাশের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গভীর রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রুবেল শেখ জানান, রাত ১০ টা নাগাত আমার বাবাকে মটরসাইকেল দিয়ে চাপা দেয়। সেই সময় আমার বাবাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। রাত ৪ টার দিয়ে তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: