খাজানগর নুরুল ইসলাম মুন্সির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা
কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের খাজানগর এলাকার মাদ্রাসা পাড়ার নুরুল ইসলাম মুন্সির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বুধবার সন্ধ্যা ৭টার দিকে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

খাজানগর নুরুল ইসলাম মুন্সির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শাহিনের নেতৃত্বে জামাল, কামাল, বিল্লাল, শামীম, কাদের, আব্দুল্লাহ ও শাকিলসহ ৪০-৫০ জন এ হামলা ও ভাঙচুর চালায়।
ভুক্তভোগীরা জানান গত সোমবার রাতে এক ছেলে-মেয়ের অসামাজিক কর্মকান্ড এলাকার জনগণ ধরে ফেলে এবং তারা তাদেরকে বিবাহ দিয়ে দেওয়ার কথা বলে। ওই যুবক-যুবতী স্বেচ্ছায় বিবাহ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে শাহীন ও শামীমের সাথে বাকবিতন্ডা হয় নুরুল মুন্সির ভাই মিলন মুন্সির সাথে।

পরের দিন বাদ এশা নামাজ পড়ে মিলন মুন্সি মসজিদ থেকে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে মিলন মুন্সিকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে শাহিনের লোকজন। মিলন মুন্সি প্রাণ রক্ষায় একটি মিলের মধ্যে আশ্রয় নেয়। তাকে না পেয়ে হামলাকারীরা মিলন মুন্সির বড় ভাই নুরুল ইসলাম মুন্সির মুদিখানার দোকানে ও বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ আনুমানিক ৫০ হাজার টাকা লুট করে। এবং বাড়িতে ঢুকে আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, টেলিভিশন, ফ্রিজ ভাঙচুর করে দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানা অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
