কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুষ্টিয়ার খোকসা উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র, ২টি মোটরসাইকেল ও দুইটি মোবাইল সহ ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
বৃহস্পতিবার দিবাগত রাত্রে তাদের কে খোকসা একতারপুর গ্রাম থেকে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দু-জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- খোকসা গোপোগ্রামের জব্বার মোল্লার ছেলে সজীব মোল্লা (২৭) ও খোকসা রঘুনাথপুর গ্রামের ওসমান পরামানিকের ছেলে হাসান পরামানিক (৩০) কে।

খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খোকসা উপজেলার একতারপুর গ্রামের কলিমোহর বাগানের পাশে সঙ্গবদ্ধ হয়ে সন্ত্রাসীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় দু-জন পালিয়ে যায়। তাদের কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা দায়েরের পর কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করা হবে।
