কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত
উপজেলা শিক্ষা অফিস, কুষ্টিয়া আয়োজনে হাউজিং এস্টেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুষ্টিয়া বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আতাউর রহমান আতা, চেয়ারম্যান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ এবং সাধারণ সম্পাদক, কুষ্টিয়া শহর আওয়ামী লীগ।

অনুষ্ঠানের সভাপতি, জনাব সাধন কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিল।
এসময় জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৩ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার ও সনদপত্র বিতরন করেন প্রধান অতিথি। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
