দৌলতপুরে ফেনসিডিল সহ যুবক আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ফেনসিডিল সহ যুবক আটক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২১, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৪১ বোতল ফেনসিডিলসহ শ্যামল প্রামানিক (৩৮)  নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার তারাগুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শ্যামল প্রামানিক ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গোরস্থানপাড়া এলাকার মৃত আনছার প্রামানিক ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তারাগুনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী  অভিযান পরিচালনা করার সময় শ্যামল প্রামানিককে ৪১ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। পরে গতকাল রোববার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বলেন, থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।