কুষ্টিয়ায় দেশ রূপান্তর পত্রিকার ৫ম বর্ষ পদার্পন পালন
নানাবিধ সংকটাপন্ন পরিস্থিতির মধ্যেদিয়ে স্বল্প সময়ে পাঠক হৃদয়ে জায়গা করে নেয়া দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’র দায়িত্বশীলতার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয় কুষ্টিয়ায়।

কুষ্টিয়ায় দেশ রূপান্তর পত্রিকার ৫ম বর্ষ পদার্পন পালন
রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর।
আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও কবি বাংলাদেশ বার্তার প্রকাশক সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক অজয় মৈত্র, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা কারশেদ আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সহসভাপতি নরুন্নবী বাবু, গোলাম মওলা, যুগ্ম সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, লিটন-উজ-জামান, আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন মিরাজ, জহুরুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, রবিউল ইসলাম দোলন, জাহিদ হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
বক্তরা বলেন, ‘দেশ রূপান্তর ভিন্নমাত্রার দৃষ্টিভঙ্গি নিয়ে যাত্রা শুরুর পর থেকে খুব অল্প সময়ের মধ্যে পাঠকমনে আস্থার জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
বিশেষ করে দেশের আর্থসামাজিক বাস্তবতায় দেশকে এগিয়ে নেয়ার পথে সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে নীতি নির্ধারণী পর্যায়েও প্রভাবক হিসেবে কাজ করার সক্ষমতা দেখিয়েছে।

পত্রিকাটি যে অভিন্ন দৃষ্টিভঙ্গি বজায় রেখে ৪বছর অতিক্রম শেষে ৫মবর্ষে পদার্পনে আস্থাশীল পথচলাকে অবিচল রেখে আগামীতে শতবর্ষে পদার্পন করুক সেটাই দেশবাসীর চাওয়া’।
