কুষ্টিয়ায দৃষ্টি আই হসপিটাল লি: এর আয়োজনে ”রমজানে চোখের যত্ন” বিষয়ে বৃহস্পতিবার ১৩ মার্চ CME Program আয়োজিত হয়েছে।

কুষ্টিয়ায় দৃষ্টি আই হসপিটাল লিঃ এর সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া সদর সহ আশেপাশের বিভিন্ন জায়গার DMF Doctors এবং Optometry সহ দৃষ্টি আই হসপিটালের সিইও ডা: মাহাফুজুল হক, ডিরেক্টর ডাক্তার কাজী আনিসুর রহমান, ডা: এমরানুল ইসলাম আবির, ডা: আল মামুন এবং ডা: তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন আই হসপিটালের সি. ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মীর শরিফ।

অনুষ্ঠানে চোখের বিভিন্ন অসুখ, নিরাময় দৃষ্টি আই হসপিটালেট আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং অপটিক্যাল সেক্টর নিয়ে আলোচনা করা হয়।
