কুমারখালীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজনে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভা যাত্রা শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

কুমারখালীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ প্রমূখ।

মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, গত ১৩ বছরে যে অবকাঠামো উন্নয়ন দেশে হয়েছে। এটা কাউকে বলার প্রয়োজন পড়ে না। যে বিষয় গুলো মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত এই গুলো ব্যপক ভাবে উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী।এই উন্নয়ন গুলো এমনিতেই হয়ে যায়নি, এটা বাস্তবায়ন করতে পরিকল্পনা প্রয়োজন এবং অঙ্গীকার প্রয়োজন। আর সেই অঙ্গীকার গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বাস্তব করেছে। আপনাদের চার পাশে তাকান দেখেন উন্নয়ন হয়েছে নাকি হয়নি।
