দৌলতপুরে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জামায়াত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আরোজ উল্লাহ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহকারী সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল ও এনামুল হক, উপজেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।