কুমারখালী প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষকদল।
উপজেলা কৃষকদলের আহবায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
