ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধীদিবস পালন। ভেড়ামারায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভেড়ামারা, কুষ্টিয়া শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোছাঃ শামসুন্নাহার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলী, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
