নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন, কুষ্টিয়া’র সহযোগিতায় গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান -২০২৫ অনুষ্ঠান গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কুষ্টিয়া ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সিরাজুল হক। বক্তব্য রাখেন সহসভাপতি ও বৃত্তি বাছাই কমিটির আহবায়ক মোঃ আশরাফউদ্দিন নজু, প্রাক্তন সহসাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম জামাল, অষ্ট্রেলিয়া প্রবাসী মনিরা রেনু, শিক্ষার্থীর অভিভাবক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ তানভীর আহমেদ ও মোছাঃ শরমিলা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান ও দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তাহলে ভালো রেজাল্ট হবে। তবে মনে রাখতে হবে ভাল রেজাল্ট সবসময় প্রত্যাশিত জায়গায় ভর্তির নিশ্চয়তা দেয় না। এজন্য তোমাদের এখন থেকেই এ বিষয়ে সচেতন হয়ে অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। তাহলে জীবনে সফল হতে পারবে।উল্লেখ্য, কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব, দুস্থ ও মেধাবীদের বৃত্তির দরখাস্ত আহবান করা হলে মোট ১৫২ জন আবেদন করে। যাচাই বাছাই শেষে মোট ৪০ জন ছাত্রছাত্রীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মধ্যে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।
