৭ দিনের মধ্যে ঝাউদিয়া থানা উদ্বোধন করার দাবি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

৭ দিনের মধ্যে ঝাউদিয়া থানা উদ্বোধন করার দাবি 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় ‘ঝাউদিয়া থানা’ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝাউদিয়া পানের হাটে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে নেতৃবৃন্দ বলেন, ৭ দিনের মধ্যে থানা উদ্বোধন করতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস এর সভাপতিত্বে ও সদস্য সচিব হায়াত আলী বিশ্বাস চেয়ারম্যান এর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইবি থানা জামায়াতের আমীর রফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, ৭ দিনের মধ্যে থানা উদ্বোধন করা নাহলে ৬ ইউনিয়নের সকল মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়।

আগামী মঙ্গলবার সকালে সকল দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ করে রেখে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে। এরপরেও যদি থানা উদ্বোধন না করা হয় তবে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। বৈঠকের শুরুতে ১০১ সদস্যের নাম ঘোষণা করেন ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য শাহারিয়া ইমন রুবেল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান, ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, ঝাউদিয়া মহাবিদ্যালয়ের সভাপতি জুলহক উদ্দিন, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ সাদ আহমেদ, ইউনিয়ন জামায়াতের আমির বাবর আলী, হায়দার আলী মাস্টার, ঝাউদিয়ার ইউপি সদস্য শামসুর রহমান বাটুল, ঝাউদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মন্ডল প্রমুখ। বৈঠকে আগামী মঙ্গলবার ৬ ইউনিয়নের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়।