যেখানেই দেখবেন জাসদ গণবাহিনীর সন্ত্রাসী সেখানে গাছে বাঁধবেন: আবুল কালাম আজাদ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যেখানেই দেখবেন জাসদ গণবাহিনীর সন্ত্রাসী সেখানে গাছে বাঁধবেন: আবুল কালাম আজাদ  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ যেখানেই দেখবেন আওয়ামীলীগ সেখানে গাছে বাঁধবেন, যেখানেই দেখবেন জাসদ গণবাহিনীর সন্ত্রাসী সেখানে গাছে বাঁধবেন।  

গত ১৬ই (আগস্ট) বিকালে পাঁচটায় উপজেলার মিরপুর ইউনিয়নের বহলবাড়িয়া বাজারে স্থানীয় বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে সেখানে দেওয়া বক্তব্যের সাবেক মিরপুর উপজেলার যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ বলেন “যেখানেই দেখবেন আওয়ামীলীগ সেখানে গাছে বাঁধবেন, যেখানেই দেখবেন জাসদ গণবাহিনীর সন্ত্রাসী সেখানে গাছে বাঁধবেন, আপনারা দেখবেন আর আপনারা না পারলে আমাদের ডাকবেন।

মিরপুর উপজেলা বিএনপি ছাত্রদল সবসময় এই কাজটা করার জন্য বসে আছে” সেই ভিডিও বক্তব্যটিতে দেখে যায় ৫.৪৩ সেকেন্ডে সময় তিনি এমন কথা বলেন এছাড়াও  তিনি আরো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের ওপর যে নির্যাতন বর্ণনা দেন। তিনি আরো বলেন ৫ আগস্ট বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ ১৬ বছর প্রধানমন্ত্রীর কিভাবে এক কাপড়ে গণভবন ত্যাগ করে।

এটাই হলো আওয়ামী লীগের ইতিহাস এমন ইতিহাস ছিল ১৯৭৫ সালে ৫ই আগস্ট। সাধারণ মানুষ সেদিন আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে এই ফেরাউনের শেখ পরিবার হাত থেকে মুক্তি পাওয়া পরে ১৫ই আগস্ট সাধারণ মানুষ মুজিবারের শাসন থেকে মুক্তি পায়।উন্নয়নের ইতিহাস আওয়ামী লীগের না আওয়ামী লীগের ইতিহাস লুটপাট করার ইতিহাস, নির্যাতনের ইতিহাস তার প্রমাণ হচ্ছে আপনার বহলবাড়িয়াতেই বহলবাড়িয়া যে একবার চেয়ারম্যান হয়েছে তার রাজপ্রাসাদের মত বাড়ি হয়েছে। বহলবাড়িয়া যে একবার নেতা হয়েছে তার কুষ্টিয়ায় ফ্ল্যাট হয়েছে। এমন ইতিহাস আর হবে না। আগামী দিনের ইতিহাস করবে দেশ নায়ক তারেক জিয়া।