কুষ্টিয়া সরকারি কলেজে কাজ না করেই বিল তুলে নিয়েছে বিপ্লব - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি কলেজে কাজ না করেই বিল তুলে নিয়েছে বিপ্লব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৪, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥  মহাদুর্নীতিবাজ আতাউর রহমান আতার প্রত্যক্ষ সহযোগিতায় ২০২২ সালে কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রভাব খাটিয়ে দিনাজ পুরের লাইসেন্স “ মা এন্টার প্রাইজ” এর  মাধ্যমে কুষ্টিয়া সরকারি কলেজের তথ্য প্রযুক্তি ভবন মেরামতের জন্য  ৪১ ( একচল্লিশ ) লক্ষ টাকার কাজ বাগিয়ে নেয় রাশেদুল ইসলাম বিপ্লব । এই কাজ করার জন্য কুষ্টিয়া শহরতলীর জুগিয়ার ইটভাটার মালিক সাইদুল ইসলামের কাছ থেকে বাকিতে ২৪ লাখ টাকার ইট নেয় বিপ্লব। 

এরপর ওই কাজ অসমাপ্ত রেখেই ২০২৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এসও আব্দুল আহাদকে ঘুষ দিয়ে এবং কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় এর সহযোগিতায়  ২০ লক্ষ ৭ হাজার টাকা বিল তুলে নেয় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্যও গবেষণা সম্পাদক আওয়ামী লীগ নেতা বিপ্লব । বিল উত্তোলনের পর পরই কাজ বন্ধ করে দেয় সে। সরেজমিন যেয়ে দেখা যায় টেন্ডারে প্রাককলিতমূল্য ৪১ ( একচল্লিশ ) লক্ষ টাকা নির্ধারণ করা হলেও ৫ লাখ টাকারও কাজ করেনি বিপ্লব।

এ ব্যাপারে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় এ প্রতিবেদককে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এসও আব্দুল আহাদ আমাকে বলেন ২০ লক্ষ ৭ হাজার টাকা বিল করা হয়েছে আপনি প্রত্যায়ন পত্র দিলে বিপ্লব ভাই টাকা তুলে বাকি কাজ করে দিবে।  আমি এ কথা বিশ^াস করে প্রত্যায়ন পত্র দিই । তারপর বিপ্লব কাজ বন্ধ করে দেয়। আমি এতটুকু সহযোগিতা করেছি এটা সত্য।

এ ব্যাপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এসও আব্দুল আহাদের মোবাইলে ফোন করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশীলর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সব ঘটনা ঘটেছে আমি দায়িত্ব নেয়ার আগে। আপনি বিষয়টি যখন জানালেন আমি তদন্ত করে ব্যবস্থা নিব। বাকি টাকা কাজ শেষ না করা পর্যন্ত আমি আর দিব না। এ ব্যাপারে রাশেদুল ইসলাম বিপ্লবের মোবাইল ফোনে সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে জুগিয়ার ইটভাটার মালিক সাইদুল ইসলামকে টাকা না দিয়ে মারপিট করার কারণে ভাটা মালিক রাশেদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে প্রতারণা ও পাওনা টাকা না দিয়ে মারপিট করার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেছেন । এ মামলায় তার স্ত্রী সহ ৮জনকে আসামী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী ।