বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৯ আগষ্ট) কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের এন্টনীর পুকুর থেকে আসাদুল (৫০)নামের এক ছিট কাপড় ব্যাবসায়ীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর পুত্র। গত ৫ই আগষ্ট রাতে নিখোঁজ হয় সে।
জানা যায় গতকাল শুক্রবার বেলা আনুমানিক ১২ ঘটিকার সময় সিরাজুল ইসলাম নামের এক ব্যাক্তি ধান লাগিয়ে মাঠ থেকে পুকুর পাড় দিয়ে আসার সময় একটি মৃত দেহ এন্টনীর পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় খবর দিলে সেখানে ছুটে যান নিখোঁজ আসাদুলের পরিবারের সদস্যরা এবং নিহতের পরিহিত গেঞ্জি দেখে তারা আসাদুল এর মরদেহ বলে প্রাথমিক অবস্থায় সনাক্ত করেন। এ বিষয়ে নিহতের স্ত্রী মোছাঃ মাসুরা খাতুন (৪৫) বলেন আমার স্বামী কে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে।
তিনি জানান একই গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন ভাদুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো তারই জেরে গত ৫ ই আগষ্ট সন্ধ্যার পর পর মোঃ আব্দুল্লাহ, তোফাজ্জেল হোসেন (ভূট্র), এনামুল হক, বাবু, রেজাউল, জাফর, সর্ব পিতা মৃত মোফাজ্জেল হোসেন ভাদু, হাসান, হাসিবুল, হান্নান, সর্ব পিতা মৃত মান্নান মেম্বার, শামিম, শাহিন, মুন, কুটি, সর্ব পিতা মোঃ আব্দুল্লাহ, সাজন, পিতা আব্দুল হান্নান, মোঃ রাসেল, পিতা হাসান, মোহাম্মদ আলী, পিতা আহাম্মদ আলী, মোঃ ইমরান, পিতা রমজান, সূর্য, পিতা মোঃ সাধু, মোফাজ্জেল, পিতা মৃত নহর, মোঃ সাবের আলী, পিতা মৃত ইয়ার আলী সর্ব সাং মহাম্মদ পুর সহ অজ্ঞাত আরও ২০-২৫ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সু সজ্জিত হয়ে তার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে জ্বালানি পেট্রোল ঢেলে বসত ঘর, রান্না ঘর, ও গবাদিপশু খাদ্য জ্বালিয়ে দেয়।
সে সময় বাড়িতে থাকা আসাদুল প্রান বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে দূষ কৃতীকারীরা তাকে ধাওয়া করেন এবং তখন থেকেই নিখোঁজ হন তিনি। এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রহমান’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি খবর পেয়ে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশ কে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
