কুষ্টিয়ায় ভুয়া কাবিনে বিয়ে করে অর্থ-সম্পদ হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক লিটন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভুয়া কাবিনে বিয়ে করে অর্থ-সম্পদ হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক লিটন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১২, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ভুয়া কাজীর মাধ্যমে নকল কাবিনে প্রিয়া খাতুন (২৩) নামের এক মেয়ের সাথে বিয়ের নাটক সাজিয়ে সংসার করেছে লিটন (৩১) নামের এক প্রতারক । লিটন কুষ্টিয়া বটতৈল ঈদগাহ পাড়ার দীন মোহাম্মদের ছেলে। বিয়ের পর প্রিয়া খাতুনের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক লিটন, তার এর আগে সংসার রয়েছে যেখানে স্ত্রী সহ সন্তান আছে ।  প্রতারণার ফাঁদে পড়ে নিরুপায় হয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় প্রিয়া খাতুন, এই ব্যাপারে আদালতে প্রতারণার  মামলা হয়েছে লিটনের নামে। ভুক্তভোগী প্রিয়া খাতুন বলেন, লিটন একজন প্রতারক, তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, অনেক জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসলে লিটন তা ফিরিয়ে দিতে বলে । অনেকগুলো বিয়ে ভাঙ্গার পরে লিটনকে আমি বিয়ের কথা বললে সে আমার সাথে প্রতারণার মাধ্যমে বিয়ে করে। গত ৭ মে (শুক্রবার) রাত ৮ টার দিকে তার দুই বন্ধুর সাথে আমাকে নিয়ে ভাদালিয়া এলাকায় একটা কাজীর বাসায় নিয়ে যায়, সেখানে বিয়ে পড়িয়ে কাজী বলে তোমরা এখন থেকে বৈধ স্বামী-স্ত্রী। তারপর আমরা দুজনে কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার ঈদগাহ পাড়া মোড়ে মেহেদী হাসানের বাড়িতে বাসা ভাড়া করে থাকি।  সেই বাসায় আমরা আট মাস সংসার করি, লিটন ব্যবসা করার জন্য আমাকে আমার মায়ের কাছ থেকে টাকা এনে দিতে বলে, তখন আমি আমার মায়ের কাছে নগদ দুই লক্ষ টাকা ধার হিসেবে এনে লিটনের হাতে দিই। সেই টাকা দিয়ে লিটন ঈদগাহ পাড়া মোড়ে প্রসাধনীর দোকান দেয়, ৬ মাস পর আমার মা টাকা ফেরত চাইলে, লিটন টাকা ফেরত দিতে অস্বীকার করে । এবং লিটন বলে প্রিয়াকে আমি চিনি না, আমি ওকে বিয়ে করিনি। তারপর সে ভাড়া বাসা থেকে চলে যায়। প্রিয়া বলেন, তখন সে দিশেহারা হয়ে লিটনের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে গেলে দেখেন সেখানে তার পূর্বের স্ত্রী এবং সন্তান রয়েছে। সেখান থেকে কৌশলে লিটনের মা-বাবা তাকে বাড়িতে পাঠিয়ে দেয়, লিটন ফিরলে সমাধান করবে এই মর্মে। প্রিয়া খাতুন আরো বলেন, লিটন পলাতক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আমার ছবির সাথে অন্য ছেলেদের ছবি যুক্ত করে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে লিটনের বিরুদ্ধে ৪৯৩ ধারায় প্রতারণা এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের মামলা দায়ের করেছেন প্রিয়া খাতুন। ঘটনা সম্পর্কে জানতে ভাড়া বাসার মালিক মেহেদী হাসানের মুঠোফোনে কল দিলে তার স্ত্রী রত্না খাতুন রিসিভ করেন, তিনি বলেন লিটন এবং প্রিয়া স্বামী স্ত্রী পরিচয়ে আমাদের বাসায় প্রায় ৭-৮ মাস ভাড়া ছিলো, কিন্তু পরে লিটন প্রিয়াকে অস্বীকার করে এখান থেকে চলে যায়, এবং কিছুদিন পরে এসে, মোড়ের উপরে ওদের যে দোকান ছিলো তালা ভেঙে সমস্ত মালপত্র নিয়ে যায়। এ ব্যাপারে লিটনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও কল রিসিভ করেননি।