নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা সপ্তাহ-২০২৪ এর সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক মিলনায়তনে কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহ-২০২৪। অনুষ্ঠানের তৃতীয় দিনের ন্যায় কারিগরি শিল্প প্রতিষ্টানের ১০০ জন মালিক ও ব্যাক্তিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথী কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়ার অধ্যক্ষ মোহাঃ রুহুল আমিন। তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তুলতো তাহলে প্রতিষ্ঠানের মান বাড়তো এবং বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা আরও প্রসারিত হতো। আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম,চীফ ইলেট্রাট্ক মেকানিক্যালের মোঃ নুজরুল ইসলাম,চীফ ইলেকট্রিক্যাল এর মোঃ ইয়াকুব আলী, চীফ ইলেট্রাট্ক সিভিল এর মোঃ শফিকুল ইসলাম, নাসির উদ্দিন বিশ্বাস বেসরকারি পলিটেকনিক এর অধ্যক্ষ মোঃ লিয়াকত আলী।
