কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনের ৫টি পৌরসভা এবং ৬৬ টি ইউনিয়নের ৫৭৮টি ভোট কেন্দ্রের ৩৮২৩টি ভোট কক্ষ সর্বমোট ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন ভোটারের ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৮ লাখ ২২ হাজার ৫১৬ জন পুরুষ, ৮ লাখ ২১ হাজার ৩৮৮ জন মহিলা এবং ৮ জন হিজড়া ভোটার আছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক আজ ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে ভোট গ্রহণ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এহেতেশাম রেজা জানিয়েছেন, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার সার্বিক অবস্থা ভালো আছে। ৪ আসনের বিপরীতে ৫৭৮ কেন্দ্র রয়েছে। সকল কেন্দ্রে পৌঁছানোর জন্য নির্বাচন সামগ্রী ব্যালট পেপার প্রত্যেক উপজেলাতে পৌঁছে দিয়েছে। আজকে (গতাকল, ৬ জানুয়ারী) ব্যালট পেপার ব্যতীত সকল প্রয়োজনীয় জিনিস আমরা কেন্দ্রের যথাযথ নিরাপত্তা মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দিয়েছি। আগামীকাল (আজ, ৭ জানুয়ারী) ভোর থেকে ব্যালট পেপার যথাযথা নিরাপত্তা সাথে সকল আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। আমরা জানাতে চাই, আমাদের ভোটের পরিবেশ অত্যন্ত নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে। আমরা এই অঙ্গীকার করছি, কুষ্টিয়াবাসী যেন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে এ বিষয়ে সার্বাত্মক সহযোগিতা প্রদান করব। কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসনে কোন পৌরসভা না থাকলেও এই আসনের ১৪টি ইউনিয়নের ১২৯ ভোটকেন্দ্র ভোটকক্ষ ৮৬৯টি এবং এই আসনে ৩ লাখ ৮০ হাজার ২৮৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯১ হাজার ২২৩ জন পুরুষ ভোট ও ১ লাখ ৮৯ হাজার ৬৪ জন মহিলা ভোটার রয়েছে। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা, সংসদীয় আসন-৭৬) আসন দুইটি উপজেলা, দুইটি পৌরসভা এবং ১৯টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। এই আসনে ১৬১টি ভোট কেন্দ্রের ১ হাজার ৪৫টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। মিরপুর-ভেড়ামারা আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৩৬ জন। যার মধ্যে ২ লাখ ২৬ হাজার ৪০৫ জন এবং ২ লাখ ২৫ হাজার ৫২৮ জন। এছাড়াও এই আসনে ১ জন হিজড়া ভোটার আছে। মিরপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ১১১টি ভোট কেন্দ্রে ৬৪৬টি ভোট কক্ষে ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। মিরপুর উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৮৭ জন। যার মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৬৯ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৩৭ হাজার ৫১৭ জন মহিলা ভোটার ছাড়াও ১ জন হিজড়া ভোটার আছে। অপর দিকে কুষ্টিয়া-২ আসনের ভোড়ামারা উপজেলার ১ টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রের ৩৯৯টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জন। যার মধ্যে ৮৭ হাজার ৬৩৬ জন পুরুষ এবং ৮৮ হাজার ১১ জন মহিলা ভোটার আছে। কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসনের ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১৪০টি ভোট কেন্দ্রের ৯৮৯টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৪ জন। যার মধ্যে ২ লাখ ৫ হাজার ১৫৫ জন পুরুষ ভোটার এবং ২ লাখ ৯ হাজার ৯৩৬ জন মহিলা ভোটার আছে । এছাড়াও এই উপজেলায় আরো ৩ জন হিজড়া ভোটারও আছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় আসন-৭৭) আসন ২টি পৌরসভা ও ২টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনের ২টি উপজেলা ইউনিয়নের সংখ্যা ২০টি। এই আসনের ১৪৮টি ভোট কেন্দ্রের ৯২০টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৫৯৫ জন। যার মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৭৩৩ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৪৫ হাজার ৮৬০ জন মহিলা ভোটার সহ ২ জন হিজড়া ভোটারও আছে। কুমারখালী উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৯৮টি ভোট কেন্দ্রের ৬৪৩টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬৪২ জন। যার মধ্যে ১ লাখ ৪২ হাজার ৪১৩ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৪০ হাজার ২২৭ জন মহিলা ভোটার আছে । এছাড়াও এই উপজেলায় আরো ২ জন হিজড়া ভোটারও আছে। অপর দিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় আসন-৭৭) আসনের খোকসা উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রের ২৭৭টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৯৫৩ জন। যার মধ্যে ৫৭ হাজার ৩২০ জন পুরুষ ভোটার এবং ৫৬ হাজার ৬৩৩ জন মহিলা ভোটার আছে ।
