কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৪

কুষ্টিয়া শহরতলীর জগতি ষ্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে জগতি স্টেশনের কাছাকাছি চেচুয়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার আনুমানিক বয়স (৬৫) বছর।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) থানার এসআই কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি আন্তঃনগর ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলের মধ্যে পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মুফিদুল ইসলাম ট্রাস্টির মাধ্যমে অজ্ঞাত হিসেবে নিহতের মরদেহ দাফন করা হবে।’