কুষ্টিয়া-৪ স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ এর ট্রাক প্রতীকের ব্যানারে বিশাল এক প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী বাজারে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ট্রাক মার্কার প্রচার মিছিলটি বাজারের প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলে সর্বস্তরের জনগণ ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীসহ মানুষের ঢল নেমেছিল।

দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ছোট – ছোট মিছিল নিয়ে আসে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি কুমারখালী শহর হয়ে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় আসে। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা। তারা ট্রাক মার্কায় ভোট দিয়ে ৭ তারিখ আব্দুর রউফ কে জয়লাভ করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় হাজার- হাজার নেতাকর্মীর ‘ট্রাক’ মার্কার স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে চারপাশ।
প্রচার মিছিলটিতে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, পৌর আওয়ামীলীগের সাধারণ আব্দুর রাজ্জাক খান, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদুর জামান তুষার, বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবা বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমস, প্রমূখ।
উপজেলার ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেনি-পেশার হাজার হাজার মানুষ বিশাল মিছিল করেছেন। আব্দুর রউফ বলেন, আমাদের দল বলেছে নৌকাও আমাদের স্বতন্ত্র প্রার্থী আমাদের। আমাদের নির্বাচন জায়েজ, কোন কথা বলে লাভ হবে না কুমারখালী – খোকসা মানুষ ৯৫ ভাগ মানুষ ঐক্যবদ্ধ। তারা নৌকা মার্কায় ভোট দেবে না কারণ নৌকার মাঝি ভালো না। এই প্রার্থীর নৌকা বইবার যোগ্যতা নেই, এবার সবাই আগামী ৭ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে তাদের জয় তারা ছিনিয়ে আনবে। তিনি আরও বলেন, প্রতিনিয়ত আমার কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভয় দেখানো হচ্ছে আমরা সব সয্য করে একটা শান্তশিষ্ট সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে বিজয় হয়ে দেখিয়ে দিব। আজকে যারা আমার কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছে, জুলুম করছে, তাদের বলতে চাই- ভয় দেখিয়ে লাভ নেই, কুমারখালী খোকসার মানুষ প্রতিবাদ করতে জানে।
আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে। ইনশাল্লাহ ট্রাক মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান বলেন, কুমারখালী – খোকসার মানুষ জন নেতা আব্দুর রউফ এর নেতৃত্বে ট্রাক মার্কায় পেছনে রয়েছে । দুই উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। হুমকি ধামকি দিয়ে কোন লাভ হবে না।
