কুষ্টিয়ায় ২৫৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ২৫৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৩
কুষ্টিয়ায় ২৫৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

কুষ্টিয়ায় আগামী ২০ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজা মন্ডব গুলো আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

কুষ্টিয়ায় ২৫৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

কুষ্টিয়ায় ২৫৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

কুষ্টিয়ায় ২৫৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

ইতিমধ্যে প্রায় সবকটি মন্দিরেই প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। সেই সাথে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারী। জেলা পূজা উৎদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, এবছর কুষ্টিয়া জেলায় ২শ ৫৮টি পূজা মন্ডপে এ শারদীয় দূর্গোৎসব উদযাপন করা হবে। এর মধ্যে- কুষ্টিয়া সদর উপজেলার ৮৩টি, খোকসা উপজেলায় ৬৪টি, কুমারখালী উপজেলায় ৬০টি, মিরপুর উপজেলায় ২৬টি, দৌলতপুর উপজেলায় ১৪টি এবং ভেড়ামারা উপজেলায় ১১টি। গত বছর জেলায় ২শ ৪৯টি পূজা মন্ডবে দূর্গাপূজা উদযাপন করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রতিমা শিল্পী সাধন কুমার পাল জানান, “ইতিমধ্যে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। শুধু কিছু মন্ডপে রং তুলির কাজ ও ছোট ছোট কিছু কাজ বাঁকি রয়েছে। সেগুলো দুই-তিন দিনের মধ্যে হয়ে যাবে।”

পূরোহীত তরুন কুমার চক্রবর্তী জানান, “আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করছি।”

কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস জানান, “এবারে কুষ্টিয়া জেলায় ২৫৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় মন্দিরে প্রস্ততি নেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করেছি।”

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব জানান, শারদীয় দূর্গোৎসবকে ঘিরে মন্ডপ গুলোতে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে টহল টিমও কাজ করবে। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশে কঠোরভাবে সতর্ক রয়েছে।

আরও পড়ুন: