কুমারখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়া কুমারখালীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জনকে আটক করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ই সেপ্টেম্বর দুপুর ১ টার সময় জে এন মাধ্যমিক বিদালয়ের পূর্ব পাশ্বে মোদি দোকানে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শহিদুল ইসলাম (৪৪) কে আটক করে।

কুমারখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক
আটককৃত ব্যাক্তি কুমারখালী পৌরসভার শেরকান্দি গ্ৰামের মৃত গনি মিয়ার ছেলে বলে জানা যায়। পৃথক অভিযানে দুপুরে কুমারখালী হাসপাতাল রোডে অবস্থিত শিপ্রা ফার্মেসীতে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ২০০ শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ অসীম ভট্টাচার্য (৪৮) কে আটক করে।
আটককৃত ব্যাক্তি কুমারখালী পৌরসভা, কুন্ডুপাড়ার ৪ ওয়ার্ডের মৃত অমল ভট্টাচার্যর ছেলে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬ (১) সারণী ২৯ (ক) ধারায় কুমারখালী থানায় পৃথকভাবে দুইটি মামলা দায়ের হয়। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় “ক” সার্কেল, কুষ্টিয়া, মোঃ বেলাল হোসেন-পরিদর্শক, এ.এস.আই মোঃ হোসেন আলী, সিপাহী আব্বাস আলী মামুন রহমান, মোঃ রাশিদুল ইসলাম।
![]()
