কুষ্টিয়া খোকসাতে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে বেতবাড়িয়া বনগ্ৰাম বাজার সংলগ্ন এলাকায় বেতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি : এমপি ‘জর্জ’।

সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি : এমপি ‘জর্জ’
উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ,কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সহ সভাপতি এস এম রফিক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, ঘরে – বাইরে দেশে -বিদেশে বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই সব ষড়যন্ত্র মোকাবেলা করেই ক্ষমতায় আসতে হবে । আমরা সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করতে প্রস্তুত আছি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
