শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে কুষ্টিয়ায় চিকিৎসক সংগঠনের শোক দিবস পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে কুষ্টিয়ায় চিকিৎসক সংগঠনের শোক দিবস পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৬, ২০২৩
শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে কুষ্টিয়ায় চিকিৎসক সংগঠনের শোক দিবস পালন

১৫ আগস্ট নানা আয়োজনে কুষ্টিয়ায় পালিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্), সরকারী ও বেসরকারী নার্সিং ইনষ্টিটিউট কুষ্টিয়া তাদের নিজেস্ব ব্যানারে বিশাল শোক র‌্যালি বের করে হাসপাতাল রোড প্রদক্ষিণ করে, যা কুষ্টিয়া কালেক্টর চত্বরে এসে শেষ হয়।

শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে কুষ্টিয়ায় চিকিৎসক সংগঠনের শোক দিবস পালন

শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে কুষ্টিয়ায় চিকিৎসক সংগঠনের শোক দিবস পালন

শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে কুষ্টিয়ায় চিকিৎসক সংগঠনের শোক দিবস পালন

পরে বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক, স্বাচিপ নেতা ডা: এএফএম আমিনুল হক রতনের নেতৃত্বে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন তারা। সংক্ষিপ্ত সমাবেশে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর জেলা সভাপতি, বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক এবং বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারপার্সন এবং ডাঃ লিজা- ডাঃ রতন ম্যাটসের অধ্যক্ষ ডা: এএফএম আমিনুল হক রতন উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ভূমিকাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যাকান্ডের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পরে সকাল ১০. ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক, স্বাচিপের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: এ.এফ.এম আমিনুল হক রতন। বক্তব্যে তিনি বলেন আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে রক্ষা করতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাঙ্খিত সোনার বাংলা গঠনের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য আহ্বান জানান এবং নৌকাকে বিজয়ী করার জন্য দোয়া চান।

আরও পড়ুন: